Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

অফিস সম্পর্কিত

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় জেলা শিক্ষা অফিসটি তত্ত্বাবধানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসটি পরিচালিত। অফিসটি উপজেলা পরিষদ ভবনে অবস্থিত।

কসবা  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর তত্ত্বাবধানে-

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়   = ০২টি

মাধ্যমিক বিদ্যালয়         = ৩৯টি

স্কুল এন্ড কলেজ            = ০০টি

কলেজ                       = ০৮টি

কারিগরি বিদ্যালয়         = ০১টি

দাখিল মাদ্রাসা              = ১৬টি

আলীম মাদ্রাসা              = ০৫টি

ফাযিল মাদ্রাসা              = ০১টি

কামিল মাদ্রাসা             = ০১টি

উপবৃত্তি সংক্রান্ত তথ্যাদি :

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ২০% ছাত্র ও ৩০% ছাত্রীদের উপবৃত্তি প্রদান করা হচ্ছে। অত্র কসবা উপজেলায় মাধ্যমিক পর্যায়ে ২২টি শিক্ষা প্রতিষ্ঠানে ২০১৭ সনে ৬৭৮৫ জন ছাত্র/ছাত্রীকে ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকের মাধ্যমে উপবৃত্তি প্রদান করা হয়েছে। উচ্চ মাধ্যমিক পর্যায়ের ০২টি কলেজে ২০১৮-২০১৯ অর্থবছরে ছাত্র ১০% এবং ছাত্রী ৪০% হারে ৪৫২ জন ছাত্র/ছাত্রীকে ডাচ্ বাংলা মোবাইল পর্যায়ের ২০১৭-২০১৮ অর্থবছরে ০২টি কলেজ ১৭৪ জন শিক্ষার্থীকে ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকের মাধ্যমে উপবৃত্তি প্রদান করা হয়েছে। অফিস প্রধানের ই-মেইল ও ওয়েব সাইড নম্বর : useokasba@yahoo.com, www.seo.kasba.brahmanbaria.gov.bd কসবা  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আন্তরিকতা সহিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে।